মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তপুদের এবার ভিন্ন কৌশল

ক্রীড়া প্রতিবেদক, মালদ্বীপ থেকে

এএফসি কাপে প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বসুন্ধরা কিংস। তবে দ্বিতীয় ম্যাচেই ড্র করে তারা ভারতের বেঙ্গালুরু এফসির সঙ্গে। এবার প্রতিপক্ষ মোহনবাগান। বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলা কৌশলে বেশ পরিবর্তন আনছে বসুন্ধরা কিংস। বিশেষ করে প্রতিপক্ষের ‘সেট পিস’ থেকে গোল নিয়ে বেশ সতর্ক তপু বর্মণরা।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংস অধিনায়ক তপু বলেন, ‘আগের ম্যাচে বেঙ্গালুরু বেশ কিছু কর্নার পেয়েছে। ডি বক্সের আশপাশে ফ্রি কিকও পেয়েছে। তবে সেট পিস থেকে তাদেরকে গোল করতে দিইনি আমরা। মোহনবাগান সেট পিস থেকে গোল করতে পারে। এটা নিয়ে আমরা সতর্ক। কোচ আমাদেরকে পরিকল্পনা দিয়েছেন।’ তপুদের চেষ্টা থাকবে ডি বক্সের কাছাকাছি প্রতিপক্ষকে ফ্রি কিক না দেওয়ার। তাছাড়া প্রতিপক্ষকে কর্নার কিক নেওয়ার সুযোগও দিতে চান না তপুরা। নিজেদের ডি বক্সের কাছাকাছি থ্রোয়িং থেকেও বিরত রাখতে চান। মোহনবাগানও বসুন্ধরা কিংসের শক্তিমত্তা নিয়ে বেশ সতর্ক। দলটির ভারতীয় ফুটবলার সুবাশিষ বোস বলেছেন, ‘আমরা জানি বসুন্ধরা কিংস বাংলাদেশের চ্যাম্পিয়ন। তবে আমরা জয়ের জন্যই খেলতে নামব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর