শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের কাছে পরাজিত হয়েছেন কোচ মারুফুল হকের শিষ্যরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ফুটবলাররা। আজ স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গতকাল এ ম্যাচের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন টুটুল হোসেন বাদশারা। কোচ মারুফুল হক উজবেকিস্তান ম্যাচ নিয়ে বলেন, ‘আমরা আগের ম্যাচে পরিকল্পনা অনুযায়ীই খেলেছি। তবে আমাদের কিছু ভুল ছিল। সেগুলো নিয়েই কাজ করেছি। উজবেকিস্তান অনেক ভালো দল। তাদের বিপক্ষে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’ উজবেকিস্তান স্বাগতিক হিসেবে চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে।

এ কারণে এ ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। মূল উজবেকিস্তানের সঙ্গে ভালো খেলে সৌদি আরব ম্যাচের জন্য প্রস্তুত হতে চায় ফুটবলাররা। বাছাই পর্বে ডি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সৌদি আরবের মুখোমুখি হবে ২ নভেম্বর।

সর্বশেষ খবর