শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আসিফ ঝড়ে পাকিস্তানের জয়

ক্রীড়া প্রতিবেদক

আসিফ ঝড়ে পাকিস্তানের জয়

সাকিব আল হাসান, ল্যাসিথ মালিঙ্গা ও টিম সাউদির পর চতুর্থ বোলার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি (৫৩ ম্যাচে ১০১ উইকেট) করেছেন রশিদ খান। মোহাম্মদ হাফিজের উইকেট নিয়ে এই মাইলফলক গড়েন। কিন্তু দিনটি আর রশিদের থাকেনি। এক ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে দিনটি নিজের করে নিয়েছেন আসিফ আলি। ১২ বলে পাকিস্তানের যখন দরকার ২৪ রান, তখনই করিম জানাতের ওভারে ৪ ছক্কা মেরে আফগানিস্তানের স্বপ্ন ধূলিসাৎ করেন আসিফ। তার ৭ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে জয় পেয়ে সেমিফাইনালের পথে পা দিয়েছে পাকিস্তান। আসরে টানা তৃতীয় জয়।    

২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান বাবর আজমের নেতৃত্বে চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। দুবাইয়ে টি-২০ ক্রিকেটের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায়। আত্মবিশ্বাসী পাকিস্তান পরের ম্যাচেও উড়িয়ে দেয় নিউজিল্যান্ডকে। টানা দুই জয়ের আত্মবিশ্বাসী বাবরের পাকিস্তান গতকাল দুবাইয়ে হারায় আফগানিস্তানকে। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচের শুরুতে নাকাল হয় নবী বাহিনী। শেষ দিকে অধিনায়ক মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইমের দৃঢ়তায় তা সামলে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রানের লড়াকু ইনিংস খেলে। দুজনেই অপরাজিত থাকেন ৩৫ রানে। পাকিস্তানের টার্গেট ১৪৮ রান। ১৪৮ রানের টার্গেটে দ্বিতীয় উইকেট জুটিতে বাবর ও ফখর জামান ৬৩ রান যোগ করেন। ফখর ৩০ করলেও বাবর খেলেন ৫১ রানের ইনিংস। এটা তার ২১তম হাফসেঞ্চুরি।

 

আফগানিস্তান : ১৪৭/৬,

২০ ওভার (মোহাম্মদ নবী ৩৫*, গুলবাদিন ৩৫*;

ইমাদ ওয়াসিম ২/২৫)।

পাকিস্তান : ১৪৮/৫, ১৯ ওভার (বাবর ৫১, ফখর ৩০, আসিফ ২৫*। রশিদ ২/২৬)।

ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : আসিফ আলি।

সর্বশেষ খবর