রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সন্তুষ্ট গিবসন

ক্রীড়া প্রতিবেদক

সন্তুষ্ট গিবসন

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই পেসার সহায়ক। রান করতে ব্যাটারদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। ২০২২ সালের প্রথম দিনই টেস্ট খেলতে নামে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবারের মতো খেলছে টেস্ট। ডেভন কনওয়ের সেঞ্চুরির দিনে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। বাঁ হাতি পেসার ক্যারিয়ারের দ্বিতীয় খেলতে নামলেও উজ্জ্বল ছিলেন গতি ও সুইংয়ে। শুধু শরিফুল নন, উইকেট না পেলেও তাসকিন আহমেদ সমীহ আদায় করে নিয়েছেন ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের। এবাদত একটু কম খরুচে হলেও উইকেট পেয়েছেন। সব মিলিয়ে টাইগার পেসাররা সমীহ জাগানো বোলিং করেন। পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন, ‘আমার মনে হয় আমরা প্রথম ঘণ্টায় দুর্দান্ত ছিলাম। আমরা বেশ কয়েকবার তাদের ব্যাটে পরাস্ত করেছি। আরও বেশি উইকেট পেতে পারতাম। কনওয়ে খুব ভালো খেলেছে। তারপরও সবমিলিয়ে ২৫০ রানে ৫ উইকেট (আমাদের জন্য) খারাপ নয়।’  

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ফিল্ডিংয়ে নেমে চতুর্থ ওভারে আঘাত হানেন শরিফুল। ইন সুইংয়ে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরত পাঠান। দিনের শুরুর ধাক্কাটা পরের দুই সেসনে ধরে রাখতে পারেননি। তৃতীয় সেসনে আবার আঘাত হানে। প্রথম সেসনে টাইগার বোলাররা ২৭ ওভারে ৬৬ রানের খরচে নেন ১ উইকেট। দ্বিতীয় সেসনে উইল ইয়ংয়ের উইকেট রান আউটে।

২৭ ওভারে রান দেন মুমিনুল বাহিনী ৮১। তৃতীয় সেসনে ৩০.৩ ওভারে ১১১ রান দিলেও আউট করেন রস টেইলর, ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেলকে। বোলারদের পারফরম্যান্স নিয়ে পেস বোলিং কোচ বলেন, ‘ছেলেরা আজ (গতকাল) যেভাবে লড়াই করেছে আমি গর্বিত। ফাস্ট বোলাররা এগিয়ে এসেছে। মিরাজ এক প্রান্ত থেকে আটকে রেখেছিল, যা কিনা অপর প্রান্ত থেকে ফাস্ট বোলারদের সাহায্য করেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর