মার্চে ঢাকা আবাহনী এএফসি কাপের প্লে-অফ ম্যাচ খেলবে। প্লে-অফ জিতলে পরের পর্বে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে আবাহনী পাচ্ছে না তাদের নির্ভরযোগ্য ফুটবলার সুশান্ত ত্রিপুরাকে। চূড়ান্ত পর্বে গেলেও ত্রিপুরা প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না। এএফসি আন্তর্জাতিক ফুটবলে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করে।
গত বছর মালদ্বীপ এএফসি কাপে ত্রিপুরা খেলেছিলেন বসুন্ধরা কিংসে। মোহন বাগানের বিপক্ষে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখায়। মূলত এক্ষেত্রে এক ম্যাচে না খেলার নিয়ম থাকলেও এএফসি নিষিদ্ধ করে তিন ম্যাচ। সঙ্গে ১ হাজার ডলার জরিমানা।