বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

বকেয়া না মিটিয়ে রেফারিদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবল আসরে রেফারিদের বকেয়া পরিশোধ করা হচ্ছে না। কিছুদিন আগে রেফারিরা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল অতি শিগগিরই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত ম্যাচ পরিচালনা থেকে বিরত থাকবেন। সালাম মুর্শেদী গতকাল  রেফারিজ অ্যাসোসিয়েশন ও কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বকেয়া মেটানোর ব্যাপারটি গুরুত্বপূর্ণ থাকলেও তা বৈঠকে প্রাধান্য পেয়েছে কিনা সংশয় রয়েছে। বৈঠকে রেফারিদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পেশাদার লিগে প্রতি ম্যাচে ২৪০০ টাকা পাচ্ছেন রেফারিরা। তা বাড়িয়ে ৩৫০০ টাকা করার। দুই সহকারী রেফারি পান ২২০০ বাড়ানোর প্রস্তাব হয়েছে ৩০০০ টাকা। সেই সঙ্গে ডিএ ও টিএ বৃদ্ধির প্রস্তাব এসেছে। চ্যাম্পিয়ন্স লিগেও পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাবনা এসেছে।

বৈঠকে উপস্থিত রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেন, উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে বেতন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে।

সর্বশেষ খবর