শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক

মাইকেল ব্রেসওয়েল একজন টপ অর্ডার ব্যাটসম্যান। দক্ষ উইকেটরক্ষক। কিন্তু ক্রিকেট বিশ্বে আলোড়ন তুললেন স্পিনার হিসেবে।

আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয়েছিল আগের ম্যাচে। পরের ম্যাচেই হ্যাটট্রিক করে হই-চই ফেলে দিলেন ব্রেসওয়েল।

উইকেটের পেছনে ছিলেন ডেন ক্লেভার। তাই কিপিং করার সুযোগ ছিল না। ক্লেভারের তান্ডবে ব্যাটিংয়ের কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামারও সুযোগ হয়নি। পার্টটাইমার বোলার হিসেবে বোলিং করার সুযোগ পেয়েই বাজিমাত করে দিয়েছেন। ৫ বলের মধ্যে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক। এটিই ছিল আন্তর্জাতিক টি-২০তে ব্রেসওয়েলের প্রথম ওভার। টানা তিন বলে তিনি আয়ারল্যান্ডের তিন ব্যাটসম্যান মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্ডি ও ক্রেইগ ইয়াংকে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন। ব্রেসওয়েলের বিরল কীর্তির দিনে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর