মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেপালকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে চান যুবারা

ক্রীড়া প্রতিবেদক

নেপালকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে চান যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরে অবস্থিত কলিঙ্গ স্টেডিয়ামে আজ নেপালের বিপক্ষে এই পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভারত মুখোমুখি হবে মালদ্বীপের।

ফাইনাল নিশ্চিত করার জন্য বাংলাদেশের সামনে বেশ কটি পথই খোলা। নেপালের বিপক্ষে জয় অথবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে যুবাদের। হারলেও ব্যবধান ২-০ বা তার কম হলে বাংলাদেশ ফাইনাল খেলবে। এছাড়া ভারত নিজেদের ম্যাচে পয়েন্ট হারালে বাংলাদেশ সরাসরি ফাইনাল খেলবে। বাংলাদেশ অবশ্য এত সমীকরণ নিয়ে ভাবছে না। নেপালকে হারিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই ফাইনাল খেলতে চায় যুবারা। দলের সহঅধিনায়ক মইনুল ইসলাম মঈন বলেন, ‘আমরা সবাই আগামীকালের (আজ) ম্যাচের জন্য প্রস্তুত। ম্যাচটা জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই ফাইনাল খেলতে চাই আমরা।’

সর্বশেষ খবর