রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রোমান-দিয়াদের মিশন শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

রোমান-দিয়াদের মিশন শুরু আজ

বাংলাদেশ বেশকটি ডিসিপ্লিনে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ইসলামিক সলিডারিটি গেমসে কোনো পদকই জিততে পারেনি। তবে পদক জয়ের সম্ভাবনার ডিসিপ্লিন আর্চারি আজ থেকে শুরু হচ্ছে। রোমান সানা ও দিয়া সিদ্দিকীদের মিশন। আর্চারদের ঘিরেই যত প্রত্যাশা। ঢাকা ছাড়ার আগে দেশখ্যাত তারকা রোমান বলেই গেছেন গেমসে একাধিক সোনা জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। গতকাল তুরস্কের কোনিয়ায় আর্চারি ডিসিপ্লিনের মিটিং, অফিসিয়াল প্রাকটিস ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন অনুষ্ঠিত হয়। আর্চাররা আজ থেকে তীর ছুড়ার লড়াইয়ে নামবে। বাংলাদেশ আর্চারির ১০ ইভেন্ট রিকার্ভ পুরুষ একক ও রিকার্ভ মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত রিকার্ভ, মিশ্র দলগত কম্পাউন্ড মহিলা দলগত এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অংশ নেবে। আজ উদ্বোধনী দিনে কোয়ালিফেকশন রাউন্ডে খেলা হবে। যারা উত্তীর্ণ হবেন তারাই পদক জেতার লড়াইয়ে অংশ নেবেন।

সর্বশেষ খবর