শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জয়ের বিকল্প নেই পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

সমীকরণের হিসাব-যে দল জিতবে তারাই সুপার ফোরে ভারতের সঙ্গী হবে। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তান ও হংকং। দুটি দলই হেরেছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের কাছে। টানা দুই জয়ে গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলির ভারত। সুপার ফোরের দ্বিতীয় দল হতে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান ও আইসিসি সহযোগী দেশ হংকং। পকিস্তান শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ উইকেটে হেরে যায় চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। ম্যাচটিতে ১৪৭ রান করেছিল পাকিস্তান। ২ বল হাতে রেখে ভারত সেটা টপকে যায়। হংকং নিজেদের প্রথম ম্যাচে ৪০ রানে হেরে যায় ফেবারিট ভারতের কাছে। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৯২ রান। সেটা তাড়া করে হংকয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫২ রান। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরতেই খেলবে হংকং। দুই দল এই প্রথম টি-২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। এর আগে ৩টি ওয়ানডে খেলেছে এবং সবগুলোই এশিয়া কাপের ৫০ ওভারের ম্যাচে। পাকিস্তানের সাফল্য শতভাগ। আজ প্রথম টি-২০তে জয়ের জন্যই খেলবেন বাবররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও সুপার ফোরে খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। তবে শেষ চারে খেলার জন্য জয়ের বিকল্প নেই বাবর আজমদের।

সর্বশেষ খবর