শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবিনাদের চোখ এবার বড় ট্রফিতে

ক্রীড়া প্রতিবেদক

সাবিনাদের চোখ এবার বড় ট্রফিতে

নারী ফুটবলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ নিয়ে কারোর দ্বিমত নেই। তবে তা বয়সভিত্তিক টুর্নামেন্টে সীমাবদ্ধ। সাফ বা এএফসি কাপ বাছাই যত শিরোপা জিতেছে তা জুনিয়র টুর্নামেন্টেই। নারী জাতীয় দলের এখন পর্যন্ত কোনো ট্রফি জয়ের রেকর্ড নেই। এবার সাবিনা খাতুনদের চোখ বড় ট্রফিতে। ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে ৭ দেশের জাতীয় দলকে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ। আসরে পরিষ্কার ফেবারিট ভারত। তারা পাঁচ আসরেই চ্যাম্পিয়ন। নেপাল ও বাংলাদেশের বড় প্রাপ্তি হচ্ছে ২০১০ সালে একবার রানার্স আপ হওয়া। অতীত ভুলে সাবিনারা এবার ঘুরে দাঁড়াতে চান। শিরোপা জিততে হলে ফাইনালে উঠতে হবে। তাই প্রথম টার্গেট ফাইনালই। কোচ গোলাম রব্বানী ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর মুখে একই কথা। বাংলাদেশ ৭ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন ভারত প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে। বড় কোনো অঘটন না ঘটলে ভারতের সঙ্গে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত বলা যায়। গ্রুপ রানার্স আপ হলে সেমিতে আবার নেপালের মুখোমুখি হতে পারে। স্বাগতিকরা শক্তিশালী বলেই যত ভয়। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সাবিনাদের পথ অনেকটা খোলাই বলা যায়। ভুটান বা শ্রীলঙ্কা প্রতিপক্ষ হলে ফাইনালের আশা করা যায়। সংবাদ সম্মেলনে দেশের নারী তারকা ফুটবলার অধিনায়ক সাবিনা বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততেই মাঠে নামব।’

সর্বশেষ খবর