বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ শুরু

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ শুরু

৮ দেশের অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্কোয়াশ। দেশের সেরা ১৬ জন পেশাদার স্কোয়াশ তারকাসহ ইরান, মিসর, ভারত, পাকিস্তান, কুয়েত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার তারকারা অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয়ে গতকাল। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় গতকাল রাজধানীর গুলশান ক্লাবে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। গুলশান ক্লাব ছাড়াও খেলা হবে উত্তরা ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও অফিসার্স মেসে। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর গুলশান ক্লাবে। টুর্নামেন্টটির আয়োজন করে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন।

সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ক্রিকেট কিংবা ফুটবলের মতো স্কোয়াশ ততটা জনপ্রিয় নয়। আমাদের দেশে স্কোয়াশের অবকাঠামোও ভালো নয়। তারপরেও আমরা সাহস করে এমন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করছি। এখানে বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশ খেলবে। এমন একটি টুর্নামেন্টের আয়োজন করা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা আগেও এমন চ্যালেঞ্জ নিয়েছি। সফলও হয়েছি। আশা করছি এবারও সফল হব। আমরা আয়োজনে কোন ত্রুটি রাখেনি।’

সর্বশেষ খবর