শিরোনাম
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও জুনিয়ররা ভালোই খেলছে। গতকাল অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাইপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যবধান ৩-১ হতে পারতো। সিঙ্গাপুরের গোলরক্ষক পোস্টের ভিতর থেকে বল ধরলেও রেফারি গোল দেয়নি। তারপরও দমে যায়নি বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে জয় পেতে বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে। এসময় বাংলাদেশের আক্রমণ ঠেকাতে সিঙ্গাপুরের খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রাতুলের কর্নার সিঙ্গাপুরের এক ফুটবলারের মাথায় লেগে বল যাচ্ছিল পোস্টের দিকে। গোলকিপার ইসহাক হাওয়ায় ভাসানো বল ধরতে গিয়ে তা জালে পাঠিয়ে দেন। জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথমার্ধে আত্মঘাতী গোলেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। কিন্তু তা শোধ করে দেয় মুহাম্মদ শাইজোয়ান।

এদিকে দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ৮-০ গোলে ভুটানকে পরাজিত করেছে। বিজয়ী দলের আবদুল্লাহ রহমান, আব্বাস কাশেম, মোহাম্মদ খালেদ, আবদুল নবী, ওয়াহিদ নোমান, মোহাম্মদ আমির, আনোয়ার হোসেন ও আহমেদ আদেল গোলগুলো করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর