সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রোনালদোর সামনে চ্যালেঞ্জ সুয়ারেজের উরুগুয়ে

আজ পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচটি রোনালদোর জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ লুইস সুয়ারেজ, এডিসন কাভানির উরুগুয়ের জন্য।

ক্রীড়া প্রতিবেদক

রোনালদোর সামনে চ্যালেঞ্জ সুয়ারেজের উরুগুয়ে

ঘানা ম্যাচে জাতীয় সংগীত গাওয়ার সময় চোখে জল এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের ওই কান্নাভেজা ছবি এখন ভাইরাল। ঘানার বিপক্ষে নাটকীয় ম্যাচটি জিতেছিল পর্তুগাল ৩-২ গোলে। গোলও করেছিলেন রোনালদো। আজ পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচটি রোনালদোর জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ লুইস সুয়ারেজ, এডিসন কাভানির উরুগুয়ের জন্য। সুপার সিক্সটিনে খেলতে জয়ের বিকল্প নেই দুই দলের। যদিও প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগাল। প্রথম ম্যাচ রোনালদোরা জিতেছিলেন ৩-২ গোলে। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ড্র করেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজ অবশ্য ‘এইচ’ গ্রুপের আরও একটি ম্যাচ রয়েছে। ঘানার প্রতিপক্ষ কোরিয়া। যদি ম্যাচটি ড্র হয়, তাহলে পর্তুগালের জিতলেই হবে। ৬ পয়েন্ট নিয়ে চলে যাবে নকআউট পর্বে। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদোর বয়স ৩৭। এখনো খেলছেন। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার শীতল লড়াই শুরু হয়েছে। সমাপ্তি হয়েছে করুণ। দুপক্ষই একে অপরকে দোষারোপ করেছে।

সর্বশেষ খবর