সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া জমে না

বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে নেই। কবে খেলবে নিশ্চয়তা নেই। তবে যে উন্মাদনা তৈরি হয় তা বিশ্বকাপ খেলা অনেক দেশেই দেখা যায় না। আর তা শুধু ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। সেই কারণে বলছি এ দুদেশ ছাড়া বাংলাদেশে বিশ্বকাপ জমে না। যখুনি তারা আউট হয়ে যায় বিশ্বকাপ তখন আনুষ্ঠানিকতায় মুখোমুখি হয়। এবার কাতার বিশ্বকাপে মেসিরা প্রথম ম্যাচ অপ্রত্যাশিতভাবে হেরে যায় সৌদি আরবের কাছে। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হারলেই আর্জেন্টিনার নকআউট পর্বের আশা শেষ হয়ে যেত। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা মনে-প্রাণে চেয়েছিলেন মেসিরা জিতুক। প্রথমার্ধে গোল না হওয়ায় সে কি দুশ্চিন্তা। শেষ পর্যন্ত মেসির কল্যাণে স্বস্তি নেমেছে আর্জেন্টিনা শিবিরে। নিজে গোল করেছেন এবং করিয়েছেন। যোগ্য অধিনায়কতো তাকেই বলে। এ জয়ে বিশ্বকাপেই থাকল আর্জেন্টিনা।

আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিতলেও আজ কিন্তু কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষ ইউরোপের সুইজারল্যান্ড। যে দলের বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের জয়ের রেকর্ড নেই। তা ছাড়া নেইমারও খেলছেন না। তবে দলটা আবার ব্রাজিল। যারা যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। ম্যাচে কী হবে বলা মুশকিল। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমিকরা চাইবেন ব্রাজিল জিতুক। টিকে থাকুক আর্জেন্টিনা ও ব্রাজিল। তা না হলো তো বাংলাদেশের বিশ্বকাপই শেষ।

সর্বশেষ খবর