বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সৌদি আরবের বাঁচা-মরার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছে সৌদি আরব। যা বিশ্বকাপের ফুটবল ইতিহাসে সেরা অঘটনগুলোর অন্যতম সেরা হিসেবে ধরা হচ্ছে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচে দেখা যায়নি মরুর দেশ সৌদি আরবের। পোল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও ম্যাচ জিততে পারেনি আরব। যদিও ম্যাচটিতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পেনাল্টি মিস করে। অথচ গোলটি পেলে ম্যাচের চিত্রই পাল্টে যেত। প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার সিক্সটিন খেলত সৌদি আরব। অবশ্য এখনো সুযোগ রয়েছে তেলের দেশটির। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে। সুপার সিক্সটিন খেলতে হলে আজ জয়ের বিকল্প নেই সৌদির। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড। গ্রুপ-‘সি’ থেকে এখন পর্যন্ত নকআউট পর্ব চূড়ান্ত হয়নি। চার দলেরই সম্ভাবনা রয়েছে সেরা ১৬-তে খেলার। মেসির আর্জেন্টিনা যদি আজ পোল্যান্ডকে হারায়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি খেলবে নকআউট পর্বে। হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন মেসিরা। হেরে গেলেও লেবানডোভস্কির পোল্যান্ডের সম্ভাবনা থাকবে। কেননা আজ পোলিশরা ৪ পয়েন্ট নিয়ে খেলতে নামছে। ড্র করলেই সুপার ১৬ নিশ্চিত হবে। সৌদি আরবের জয় চাই। জিতলে ৬ পয়েন্ট হবে। দুই জয়ে উঠে যাবে। বাদ পড়ে যাবে সেন্ট্রাল আমেরিকার দল মেক্সিকো। তবে জিতলে ক্ষীণ একটি আশা থাকবে। তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের দিকে। 

সর্বশেষ খবর