বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাতারের স্বীকারোক্তি

ক্রীড়া ডেস্ক

শেষ পর্যন্ত সরকারিভাবে স্বীকার করল কাতার। বিশ্বকাপ ফুটবল আয়োজক হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছে মরুরাজ্য। পশ্চিমা রাষ্ট্রগুলো বারংবার অভিবাসী শ্রমিক মৃত্যুর কথা বলে আসছিল। কিন্তু কাতার সরকার কখনো স্বীকার করেনি। অবশেষে কাতার বিশ্বকাপ আয়োজনের প্রধান হাসান আল-থাওয়াদি স্বীকার করেছেন শ্রমিক মৃত্যুর কথা। গত সোমবার যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগ্যানের কাছে শ্রমিক মৃত্যুর কথা স্বীকার করেন, ‘সংখ্যাটি সম্ভবত ৪০০ থেকে ৫০০ এর মধ্যে হবে। আমার এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যাটি জানা নেই। এটা নিয়ে আলোচনা হয়েছে। একজনের মৃত্যুও অনেক বেশি, বিষয়টি এমনই।’ সিএনএন গতকাল এক প্রতিবেদনে লিখেছে, এর আগে কাতারের সরকারি কর্মকর্তারা প্রবাসী শ্রমিকের মৃত্যুর যে হিসাব জানিয়েছিলেন, এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর