শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দ্রুততম মানব-মানবী ইমরান ও শিরিন

দ্রুততম মানব-মানবী ইমরান ও শিরিন

বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব হয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমান। গতকাল বনানী আর্মি স্টেডিয়ামে ইলেকট্রনিক বোর্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে খেতাব ধরে রেখেছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট সোনার পদক জিতলেও নিজের রেকর্ড ভাঙতে পারেননি। সামার অ্যাথলেটিকসে ইলেকট্রনিক বোর্ডে ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন। ইমরান বলেন, ‘আমার ঢাকা আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু তা বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। এজন্য ভালোভাবে দৌড়াতে পারিনি।’

নারীদের ১০০ মিটার স্প্রিন্টে আবারও দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। ইলেকট্রনিক বোর্ডে এবার তিনি সময় নিয়েছেন ১২.২০ সেকেন্ড। এস এ গেমসে বাংলাদেশকে সোনা উপহার দিতে চান শিরিন। বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি এস এ গেমসে বাংলাদেশকে সোনা উপহার দিতে পারব।’

সর্বশেষ খবর