ক্যারিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের সোনালি পাতায় নাম লিখেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির মালিক এতদিন একাই ছিলেন ইংল্যান্ডের সাবেক ওপেনার জো রুট। ওয়ার্নারের ইতিহাস গড়ার মেলবোর্ন টেস্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে হারের শঙ্কায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওয়ার্নারের রেকর্ডগড়া টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নিজেকে উজ্জ্বল করেছেন অসি উইকেটরক্ষক অ্যালেক্স কেয়ারি। খেলেছেন ১১১ রানের ইনিংস। ওয়ার্নারের ২০০, কেয়ারির ১১১, স্টিভ স্মিথের ৮৫, ট্রাভিস হেডের ৫১ ও ক্যামেরুন গ্রিনের ৫১ রানে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে। প্রথম ইনিংসে প্রোটিয়াসদের সংগ্রহ ছিল ১৮৯ রান। গতকাল ৩৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন শেষ করে ১ উইকেটে ১৫ রান তুলে। আজ চতুর্থ দিন খেলতে নামবে ৩৭১ রানে পিছিয়ে থেকে। হাতে রয়েছে ৯ উইকেট। উইকেটরক্ষক ব্যাটার কেয়ারি এই প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। ১১১ রানের ইনিংসটি খেলেন ১৪৯ বলে ১৩ চারে। অবশ্য করাচিতে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের ইনিংসটি ছিল এতদিন তার ক্যারিয়ারের সর্বোচ্চ।