সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নাটকীয় কিছু হয়নি সিডনি টেস্টে

ক্রীড়া ডেস্ক

সিডনি টেস্টের পঞ্চম দিন নাটকীয় কিছুর অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সে রকম কিছু হয়নি। বরং দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং সিডনি টেস্টে হার এড়িয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশও এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ড্র হওয়ায় আজীবন আফসোস রয়ে যাবে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার উসমান খাজার। মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরির আশা পূরণ হয়নি। ১৯৫ রানে অপরাজিত ছিলেন খাজা। অবশ্য ৩ টেস্ট সিরিজের শুরুর দুটি জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে সিরিজ জিতে নিয়েছে। সিডনি টেস্টেও পঞ্চমদিনই পুরোটা সময় খেলা হয়েছে। টেস্ট জিততে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ উইকেট। কিন্তু ৬ উইকেটে বেশি নিতে পারেনি। স্বাগতিকদের ৪ উইকেটে ৪৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে প্রোটিয়াসরা করেছিল ২৫৫ রান। ফলোঅনে পড়ে ২ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৬ উইকেটে ১৪৯ রান নিয়ে খেলতে নেমে ২৫৫ রান করে সফরকারীরা। 

সর্বশেষ খবর