মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অ্যাটলেটিকোকে হারিয়ে ব্যবধান বাড়াল বার্সা

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় গত শনিবার রিয়াল মাদ্রিদের পরাজয় দারুণ সুযোগ এনে দিয়েছিল বার্সেলোনার সামনে। ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। বার্সা ও রিয়াল মাদ্রিদ ছিল সমান্তরালে। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগটা কাজে লাগাল কাতালানরা। রবিবার গভীর রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে দিয়েগো সিমিওনের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা ওসমান ডেম্বলে। এ জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ অবস্থান করছে লিগের পাঁচ নম্বরে। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর বার্সেলোনা অধিনায়ক বেশ আনন্দিত। তিনি বলেন, ‘ক্লিন শিট ধরে রাখতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলে সেটা আরও বেশি কঠিন। রক্ষণভাগে জমাট থাকার ধারাবাহিকতায় থাকতে হবে আমাদের। আক্রমণে আমরা আরও ভালো করলে খুশি হতাম।’ চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত কেবল ৬ গোল হজম করেছে বার্সেলোনা। বিপরীতে প্রতিপক্ষের জালে গোল করেছে ৩৫টি। গোল ব্যবধান ২৯। রিয়াল মাদ্রিদ ৩৬ গোল করলেও গোল হজম করেছে ১৬টি। তাদের গোল ব্যবধান ২০।

 

সর্বশেষ খবর