রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা ডার্বিতে জামালের হাসি

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা ডার্বিতে জামালের হাসি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জনপ্রিয় দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি পরিচালিত হয় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। তাই একে অপরের বিপক্ষে ম্যাচ বসুন্ধরা ডার্বি বলেই পরিচিত লাভ করেছে। বসুন্ধরা ডার্বিতে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ৩-২ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এই জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে তারা ঢাকা আবাহনীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে।

ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে অপ্রত্যাশিতভাবে ০-৩ গোলে হেরে হোম ভেন্যুতে লিগের পঞ্চম ম্যাচে খেলতে নামে শেখ জামাল। শেখ রাসেল লিগের আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল। সমান তালে লড়াই করে সুযোগ হাত ছাড়া করায় অ্যাকাউন্টে পয়েন্ট আর জমা রাখতে পারেনি মিন্টুর শিষ্যরা।

৩৪ মিনিটে স্টুয়ার্টের  পেনাল্টি গোলে এগিয়ে যায় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের চার মিনিটেই শেখ জামালের রাব্বি ব্যবধান দ্বিগুণ করেন। রাসেলের রক্ষণভাগ সতর্ক থাকলেই গোল রক্ষা করা যেত। তবে ৬৯ মিনিটে শেখ রাসেলের হয়ে ব্যবধান কমান তালিপভ (১-২)। ফ্রি কিকে চমৎকারভাবে জালে বল স্পর্শ করেন তিনি। পাঁচ মিনিট পরই শেখ জামালের ম্যাভেলগেভের গোল (৩-১)। মনে হচ্ছিল জামাল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে। ৭৫ মিনিটে শেখ রাসেলের সানডে গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। বাকি সময়ে শেখ রাসেল ড্র করার সুযোগ পেলেও গোল করতে পারেনি। এমফন উদো একাই দুটি সুযোগ হাত ছাড়া করেন। অবশ্য এ সময় শেখ জামালের গোলরক্ষক রাসেল মাহমুদের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জামালের জালে রাসেল বল জড়ালেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।

সর্বশেষ খবর