বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সৌদির অধিনায়ক রোনালদো!

ক্রীড়া ডেস্ক

সৌদির অধিনায়ক রোনালদো!

২০১৬ সালে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিন পর দুই গ্রেট ফুটবলার মাঠে নামছেন। মেসি খেলবেন ফরাসি জায়ান্ট পিএসজিতে আর রোনালদো সৌদি আরবের আল নাসর ও সম্মিলিত একাদশে। রেকর্ড গড়া পারিশ্রমিকে সিআর সেভেন আল নাসরে নাম লেখালেও এখনো তাঁর মাঠে নামা হয়নি। আগামীকাল পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচেই অভিষেক ঘটবে রোনালদোর। শুধু খেলবেনই না সম্মিলিত একাদশকে তিনিই নেতৃত্ব দেবেন তা অনেকটা নিশ্চিত। যেহেতু সৌদি আরবের জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে সম্মিলিত একাদশ গড়া হয়েছে। তাই সিআর সেভেনকে সৌদির অধিনায়ক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী বিশ্বখ্যাত ফুটবলার রোনালদোকে সম্মান জানাতেই সৌদি আরব ফুটবল ফেডারেশন অধিনায়ক হিসেবে রোনালদোকে পছন্দ করছে।

প্রীতি হলেও এই ম্যাচ বিশ্ব জুড়েই আলোচনায় স্থান পেয়েছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক মেসি, রানার্সআপ দলের কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে অংশ নেবে। অনেকে আবার একে মেসি-রোনালদোর শেষ দ্বৈরত বলছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর