বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গ্রুপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ টি-২০ মহিলা বিশ্বকাপের প্রথম আসরে বাজিমাত করেছে রুয়ান্ডা। আফ্রিকান দেশটি প্রথমবার মহিলা ক্রিকেটের বড় আসরে খেলছে। প্রথমবার খেলতে নেমেই জিম্বাবুয়েকে হারিয়েছে ৩৯ রানে। রুয়ান্ডার ইতিহাস গড়া জয়ের নায়ক হেনরিয়েট ইশিমুয়ে। রুয়ান্ডান অলরাউন্ডার ইশিমুয়ে হ্যাটট্রিকসহ ৪ বলে নেন ৪ উইকেট। টি-২০ মহিলা যুব বিশ্বকাপের ফাইনাল ২৯ জানুয়ারি। টি-২০ যুব বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের নারী যুবারাও। দিশা বিশ্বাস, আফিয়া প্রত্যাশা, স্বর্ণা আক্তার, ডালিয়া আক্তার, মারুফা আক্তাররা টানা দুই ম্যাচে হারিয়েছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। আজ ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে দিশা বাহিনী। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। দিশা বাহিনী দুই ম্যাচ জিতলেও মার্কিনী যুবা নারীরা হেরেছে দুই ম্যাচ। দিশারা প্রথম ম্যাচে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। অসি নারী যুবারা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করেছিল।

সর্বশেষ খবর