শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-শেখ রাসেল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ফুটবলের চলতি মৌসুমে সেরা দলই গঠন করেছে বসুন্ধরা কিংস। টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন অস্কার ব্রুজোনের দল টানা ছয় ম্যাচ জিতে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে এর প্রমাণও দিয়েছে। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে ছুটছে দলটা। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্রও এবার শক্তিশালী দল গঠন করেছে। পাঁচ ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দলটা পাঁচ নম্বরে অবস্থান করছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সিতে দারুণ খেলছেন এমফন উদোহ। নাইজেরিয়ান এ ফুটবলার ৬ গোল করে এবারের লিগে যৌথভাবে শীর্ষে আছেন।

বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজও ৬ গোল করেছেন চলতি লিগে। এ ছাড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্নেলিয়াস স্টুয়ার্ট ৬ গোল করেছেন। চলতি লিগে বসুন্ধরা কিংস ছয় ম্যাচে করেছে ১৪ গোল। বিপরীতে গোল হজম করেছে কেবল একটি। ১৩ গোল ব্যবধান অস্কার ব্রুজোনের দলের।

অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা আবাহনী প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৫টি। তবে তারা গোল হজম করেছে ৭টি। ৮ গোল ব্যবধান আবাহনীর। চলতি ফুটবল মৌসুমে বসুন্ধরা কিংসের পাশাপাশি ভালো খেলা উপহার দিচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। ফেডারেশন কাপে এরই মধ্যে বসুন্ধরা কিংসের মতোই শেখ রাসেলও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ফেডারেশন কাপে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন বসুন্ধরা কিংসের উজবেকিস্তানের ফুটবলার আসরর গফুরভ (৩ গোল)।

 

সর্বশেষ খবর