রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত লড়াই আজ

অনূর্ধ্ব ২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত লড়াই আজ

ভারতের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। কেননা প্রতিপক্ষ হয়ে মাঠে নামে দুর্বল ভুটান। তবে ঘরের মাঠ হলেও বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে কি করবে সেটাই দেখার ছিল। প্রতিপক্ষ দেশটি যে নেপাল। যাক, অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের শুরুটা হয়েছে জয়ে। ভারত ১২-০ ব্যবধানে জিতে গোল উৎসব করেছে। অন্যদিকে বাংলাদেশ শুরুতেই গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। আসরে অন্যতম ফেবারিট দল নেপালকে ৩-১ গোলে পরাজিত করেছে। এক জয়ে বাংলার মেয়েরা ফাইনাল খেলার স্বপ্ন দেখছে।

আজ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ জয় পেলেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে। দুই ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ছয়। ভারত জিতলেও তাদের ফাইনাল খেলা নিশ্চিত নয়। আজ ভুটানকে হারানোর পর ৭ ফেব্রুয়ারি নেপাল যদি ভারতের বিপক্ষে জিতে যায় ফাইনালের লাইনআপ তখন কঠিন হয়ে যাবে। বাংলাদেশ, নেপাল ও ভারতের পয়েন্ট সমান হয়ে যাবে।

আকলিমারা আজ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চান। সিনিয়র সাফে ভারতকে হারানোর পর বাংলাদেশের আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। ভারত অবশ্য শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলা ভারতের অধিকাংশ খেলোয়াড়ই এই দলে রয়েছে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  আগের দিন খেললেও বাংলাদেশের ফুটবলাররা বিশ্রামে ছিলেন না। গতকাল সকালে অনুশীলনও করেছে। নেপালের বিপক্ষে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শামসুন্নাহার। তবে টিম ম্যানেজমেন্ট আশা প্রকাশ করেছে, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর