শিরোনাম
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিগ ব্যাশে চ্যাম্পিয়ন পার্থ স্করচার্স

ক্রীড়া প্রতিবেদক

বিগ ব্যাশে চ্যাম্পিয়ন পার্থ স্করচার্স

বিগ ব্যাশের সবচেয়ে সফল দল পার্থ স্করচার্স। ৫ বারের চ্যাম্পিয়ন এবং ৩ বারের রানার্স আপ। গতকাল বিগ ব্যাশে পঞ্চম শিরোপা জিততে ৫ উইকেটে হারিয়েছে ব্রিজবেন হিটকে। ম্যাচ শেষ যখন শিরোপা উৎসবে মেতে উঠে স্বাগতিক দল পার্থ স্করচার্স, তখন বল বাকি ছিল ৪টি। ব্রিসবেনের ছুঁড়ে দেয় ১৭৬ রানের টার্গেট। প্রথম ১০ ওভারে পার্থ সংগ্রহ করে ৬৭ রান। পরের ১০ ওভারের শিরোপা জিততে দরকার হয় ১০৯ রান। ওভার প্রতি প্রায় ১১ রান। পার্থের হার্ড ও বাউন্সি উইকেটে যা কঠিনও। কিন্তু অধিনায়ক অ্যাশটন টার্নার ৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। তবে শেষ দিকে কুপার কনোলি ১১ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৫ এবং নিক্কন হবসন ৭ বলে ১১ রানের অপরাজিত ইনিংস খেললে পার্থ শিরোপা উৎসবে মেতে উঠে। এছাড়া জশ ইনগ্লিস ২২ বলে ২৬, ওপেনার স্টিফেন ইসকিনাজি ১৯ বলে ২১ ও ক্যামেরন বেনক্রফট ১৩ বলে ১৫ রান করেন। ব্রিস টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে। নাথান ম্যাকসুয়েনি সর্বোচ্চ ৪১ রান করেন ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায়। এছাড়া ওপেনার জশ ব্রাউন ১২ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৫, স্যাম হিজলেট ৩৯ বলে ৩৪ এবং শেষ দিকে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন। পার্থের পক্ষে ২টি করে উইকেট নেন জেসেন বেহরেনড্রফ ও  ম্যাথু কেলি। ম্যাচসেরা হন পার্থ স্কোরার্সের অ্যাশটন টার্নার ও টুর্নামেন্ট সেরা হন অ্যাডেলেইড স্ট্রাইকার্সের ম্যাথু শর্ট ৪৫৮ রান ও ১১ উইকেট নিয়ে।   

 

সর্বশেষ খবর