রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সালাহতে আস্থা ক্লপের

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের স্ট্রাইকিং জোনের মূল ভরসা মোহাম্মদ সালাহ। একের পর এক গোল করে লিভারপুলকে অসংখ্য জয় উপহার দিয়েছেন মিসরীয়ান স্ট্রাইকার। চলতি মৌসুমে ফর্মে নেই। এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ ১৯ ম্যাচে গোল করেছেন মাত্র ৭টি। অথচ অলরেডদের হয়ে গোল করেছেন ১১৮টি। ছন্দে না থাকায় অনেকেই সমালোচনা করছেন সালাহ’র। কিন্তু দলের কোচ জার্গেন ক্লপ পূর্ণ আস্থা রেখেছেন সালাহ’র উপর, ‘মো (মোহাম্মদ সালাহ) একজন বিশ্বমানের অ্যাথলেট। সে কঠোর অনুশীলন করে। এখন সে গোল করছে না। কিছু লোক আছে যারা মনে করে, ‘কেন তারা সালাহর চুক্তি নবায়ন করেছে? আমাদের জগতটা এমনই।’ সালাহ ফর্মে নেই। তার প্রমাণ পড়েছে লিভারপুলের পারফরম্যান্সে। একের পর এক পয়েন্ট হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ম স্থানে নেমে গেছে লিভারপুল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে ক্লপ সালাহ’র বিপক্ষে কথা বলাকে অবান্তর বলেছেন, ‘একজনের বৈশিষ্ট্য, জ্ঞান, সামর্থ্য, সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সবকিছু করার অধিকার আপনার আছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর