শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ অন্ধকার স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ অন্ধকার  স্টেডিয়াম

মাহমুদুল হাসান জয়

ফরচুর বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। বাইশগজে দুই ওপেনার এনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। খুলনার বোলার শফিকুল ইসলাম দ্বিতীয় ওভারে নিজের তৃতীয় ডেলিভারির জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। ৭টা ৬  মিনিটে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গ্যালারির দর্শকরা মোবাইল আলো জ্বালিয়ে বিসিবির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক মিনিট পরে প্রেসবক্সে আলো ফিরলেও স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে মিনিট পাঁচেক পর। অন্ধকারের মধ্যেই দুই ব্যাটসম্যান, আম্পায়ার এবং ফিল্ডাররা নিজ নিজ ডাগ আউটে চলে যান।

ফ্লাড লাইটের আলো একবার নিভে গেলে তা জ্বলে উঠতে বেশ কয়েক মিনিট সময় লাগে। সে কারণে খেলা শুরু হয় ১০ মিনিট পর। খেলার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও একবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে গিয়েছিল। বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালের সময়ও। চট্টগ্রামেও খেলার সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল।

গতকাল বিদ্যুৎ বিভ্রাটের ম্যাচে খুলনা টাইগার্স ৬ উইকেটে জয় নিয়ে বিপিএল শেষ করেছে। প্রথম ব্যাটিংয়ে ফরচুন বরিশাল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (২৯ বলে) করেন প্রিটোরিয়াস। এছাড়াও এনামুল ২৮, সাকিব ২২, জাডরান ২১ ও করিম জান্নাত ১৮ রান করেন। খুলনার পক্ষে সাইফুদ্দিন মাত্র ২০ রানে ৪ উইকেট শিকার করেন। ১৬৯ রানের টার্গেট খুলনা টপকে যায় ৩ বল হাতে রেখে। সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর