শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বার্সা-ম্যানইউ ড্র

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগে এখন ইউরোপের বড় বড় ক্লাবগুলো খেলছে। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং আয়াক্সের মতো দল চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়নরা খেলছে ইউরোপা লিগে। অতীতের মতো দাপট না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসভিও আছে এ প্রতিযোগিতায়। এ কারণে চলতি মৌসুমে ইউরোপা লিগও বেশ আকর্ষণীয়। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে বার্সেলোনা-ম্যানইউ ২-২ গোলে ড্র করেছে। বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেন মারকো আলোনসো ও রাফিনহা। অন্যদিকে মারকুস র‌্যাশফোর্ড ম্যানইউর পক্ষে একটি গোল করেন। বার্সেলোনার জুলে কোন্দে আত্মঘাতী গোল করে ম্যানইউকে ড্র উপহার দেন। বার্সেলোনার মাঠে দুটি অ্যাওয়ে গোল পেয়ে এগিয়েই থাকল ম্যানইউ। এদিকে উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ড্র করেছে জুভেন্টাসও। তারা নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব নানতেজের সঙ্গে। ম্যাচের ১৩ মিনিটে ডুসানের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তবে লুডোভিচের ৬০ মিনিটের গোলে সমতায় ফেরে নানতেজ। শেষ ষোলো নিশ্চিত করার জন্য শেষ ষোলোতে জয় পেতে হবে জুভেন্টাসের। বৃহস্পতিবার জয় পেয়েছে মোনাকো। তারা ৩-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব লেভারকুজেনকে। এ ছাড়া শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে এগিয়ে গেছে সেভিয়া ও শাখতার। স্প্যানিশ ক্লাব সেভিয়া ৩-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব পিএসভিকে। অন্যদিকে শাখতার ২-১ গোলে হারিয়েছে রেনেকে। এ ছাড়া আয়াক্স গোলশূন্য ড্র করেছে ইউনিয়ন বার্লিনের সঙ্গে। রোমাকে ১-০ গোলে হারিয়েছে রেড বুল স্যালজবার্গ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর