সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘অধিকাংশ ফুটবলারের ফিটনেস নেই’

ক্রীড়া প্রতিবেদক

‘অধিকাংশ ফুটবলারের ফিটনেস নেই’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সফলতা এনে দিচ্ছে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় সফল মেয়েরা জাতীয় দলের জার্সিতেও সফল। গত বছরই জয় করেছে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে পুরুষ দলের ফাইনাল খেলাই স্বপ্নে পরিণত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের ব্যাপার। আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের পারফরম্যান্স এতটা খারাপ হওয়ার পেছনে ফিটনেসকেই বড় কারণ মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

গতকাল বিকালে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে জাতীয় দল নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচগুলোতে অনেক সময় মনে হয় ৬০ ভাগ খেলোয়াড় ফিট নয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।’ তার এমন বক্তব্য বেশ চমকে দেয় সবাইকে। তাহলে আনফিট ফুটবলারদের দলে নেন কেন কোচ? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘কোচের দৃষ্টিকোণ  থেকে তিনি ঠিক খেলোয়াড়দেরই ডাকেন। ঘরোয়া পর্যায়ে যারা ভালো পারফরম্যান্স করেন তারাই জাতীয় দলে ডাক পায়। ঘরোয়া লিগের ফিটনেসের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের ফিটনেসের তারতম্য রয়েছে।’

সর্বশেষ খবর