বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ম্যানসিটির চোখ শিরোপায়

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটির চোখ শিরোপায়

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ দাপট দেখিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। দলে তারকারও অভাব নেই। পেপ গার্ডিওলা বিশ্বের অন্যতম সেরা কোচ। কিন্তু কিছুতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্পর্শ করতে পারছে না দলটা। গতবার সেমিফাইনালে হারল দুর্ভাগ্যজনকভাবে। প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় লেগে রিয়ালের কাছে হেরে যায় ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে চেলসির কাছে হেরে যায়। তবে বার বার ব্যর্থ হলেও হতাশ নয় ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে বদ্ধপরিকর দলটা। আজ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জার্মান দল লিপজিগের মুখোমুখি হচ্ছে পেপ গার্ডিওলার শিষ্যরা।

গত মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছিল। দুই লেগের লড়াইয়ে ম্যানসিটি নিজেদের মাঠে জিতে ৬-৩ ব্যবধানে। লিপজিগ নিজেদের মাঠে জিতে ২-১ গোলে। দুই ম্যাচে গোল সংখ্যা ছিল ১২টি। আজ লিপজিগের বিপক্ষে খেলতে নামছে ম্যানসিটি ফেবারিট হিসেবেই। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও পর্তুগিজ ক্লাব পোর্তো। দুই দল ২০০৫ সালে চারবার মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগে। ২০০৪-০৫ মৌসুমের শেষ ষোলোতে ইন্টার মিলান এক লেগে জয় পায় অপর লেগে ড্র করে। ২০০৫-০৬ মৌসুমের গ্রুপ পর্বে একটা করে ম্যাচ জিতে দুই দলই। আগের চার লড়াইয়ে ইন্টার মিলান এগিয়ে থাকলেও বর্তমানে পোর্তো বেশ শক্তিশালী দল। ইতালিয়ানদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর