ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসনের বয়স যত বাড়ছে তার পারফরম্যান্সের দ্যুতিও যেন বেড়ে চলেছে। ৪০ বছর বয়সী এই ইংলিশ পেসার টেস্টে এখন সেরা বোলার। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে টপকে শীর্ষে উঠেছেন তিনি। ৬৮২ উইকেট শিকার করে ইতিহাসের সেরা পেসার তিনি। সব মিলে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। শীর্ষে মুরালিধরন (৮০০), দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন (৭০৮)।