বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন বিশ্বকাপে ইতিহাস গড়া ফন্টেইন

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন বিশ্বকাপে ইতিহাস গড়া ফন্টেইন

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পের নাম সবার মুখে মুখে। কিন্তু ফরাসি তারকা জাস্ট ফন্টেইন বিশ্বকাপে যে রেকর্ড গড়েছেন তা এখনো কারোর পক্ষে ভাঙা সম্ভব হয়নি। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে এক আসরে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেন ফ্রান্সের ফন্টেইন। লিজেন্ড এ ফুটবলার না ফেরার দেশে চলে গেলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। ফ্রান্সের জার্সিতে মাত্র ২১ ম্যাচ খেলে ফন্টেইন জালের বল স্পর্শ করেছেন ৩০ বার। দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে বেশি দিন খেলতে পারেননি। মাত্র ২৮ বছর বয়সে খেলা ছেড়ে দেন ফন্টেইন।

খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গে জড়িয়ে ছিলেন। ফ্রান্স, লুচোন, পিএসজি, তুলোস ও মরক্কোর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে উয়েফা জুবলি অ্যাওয়ার্ডসে ফরাসি ফুটবল ফন্টেইনকে সে দেশের সেরা ৫০ ফুটবলারের তালিকায় রাখে। পরের বছর সেরা জীবন্ত ১৫০ ফুটবলারের মর্যাদা পান তিনি। অভিষেকে হ্যাটট্রিক করা ফন্টেইন তার জাত চেনান ১৯৫৮ বিশ্বকাপে। সর্বোচ্চ ১৩ গোল করলেও সেই বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় ফ্রান্স।

সর্বশেষ খবর