শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সতীর্থদের সোনার আইফোন দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

শুধু মাঠে নন, মাঠের বাইরেও আর্জেন্টিনার দলনায়ক লিওনেল মেসি। ১৯৭৮  ও ১৯৮৬ সালের পর আর্জেন্টিনাকে পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মেসি। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের মহানায়ক মেসি তার সতীর্থদের বিস্ময়কর উপহার দেবেন। কোচিং স্টাফসহ কাতার বিশ্বকাপজয়ী দলের প্রতিটি সদস্যকে তিনি সোনার প্রলেপ মাখান আইফোন-১৪ দিয়েছেন। প্রতিটি ফোনের পেছনে ফুটবলারদের নাম ও জার্সি নম্বর দেওয়া আছে। এ ছাড়া রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বড় করে লেখা বিশ্ব চ্যাম্পিয়ন ২০২২ এবং সঙ্গে ৩টি তারকা। দলের সতীর্থদের এমন উপহার বিস্ময়ের জন্ম দিয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। খেলোয়াড়সহ কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সবাইকে ৩৫টি আইফোন উপহার দিতে ২ লাখ ১০ হাজার ডলার খরচ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির চাহিদা মেনে এসব ফোন সরবরাহ করেছে আইডিজাইন গোল্ড। প্রতিষ্ঠানটির সিইও বেঞ্জামিন লিওনস জানিয়েছেন, ২৪ ক্যারেটের গোল্ডে তৈরি বিশেষ ধরনের এই আইফোনগুলো। সোনার প্রলেপ মোড়ানো আইফোনগুলো শনিবার মেসির বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। চলতি মাসে জাতীয় দলের প্রীতিম্যাচে তিনি সতীর্থদের উপহার দেবেন আইফোন-১৪।  

সর্বশেষ খবর