রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
নার্ভাস নাইনটিজ

অনন্য উচ্চতায় সাকিব

আসিফ ইকবাল

অনন্য উচ্চতায় সাকিব

৫ উইকেট, না সেঞ্চুরি- কোনটি বেশি আনন্দিত করে? উত্তরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন, ৫ উইকেটে পেলে ভালো লাগে। তবে সেঞ্চুরি তাকে আহলাদিত করে, আনন্দিত করে, উচ্ছ্বসিত করে। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ রানের আক্ষেপে পুড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যক্তিগত ৯৩ রানে সাজঘরে ফিরে সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসতে পারেননি। কিন্তু রেকর্ড বুকে নাম লিখে নিজেকে ঠাঁই দিয়েছেন অনন্য উচ্চতায়। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন। ৫২ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই রেকর্ডের মালিক সাকিব ছাড়াও শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদী। ৭ হাজার রান করা বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান।

নামের পাশে বহু রেকর্ড। সাকিব-রেকর্ডের বরপুত্র। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে যখনই মাঠে নামেন, তখনই সমৃদ্ধ করেন রেকর্ডের খাতা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের সর্বশেষ ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের বিরল রেকর্ড গড়েছিলেন। রেকর্ডটি শুধু বাংলাদেশেরই নয়, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব। গতকাল দুটি পাতা একটি কুঁড়ির সিলেটে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের জ্বলজ্বলে ইনিংস খেলেন সাকিব। নার্ভাস নাইনটিজের ইনিংসটি খেলার পথে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লিখেছেন। টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার আগে ৭ হাজারি ক্লাবে নাম লিখেন অধিনায়ক তামিম ইকবাল (২৩৫ ম্যাচ, ৮১৪৬ রান)। গতকাল আইরিশদের বিপক্ষে ৭ রানের আক্ষেপের ইনিংসটি খেলার পথে ক্যারিয়ারে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েন। অবশ্য টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়কের আগে আরও দুজন এই ক্লাবের সদস্য রয়েছেন। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বাঁ হাতি অলরাউন্ডার সনৎ জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদী ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট নিয়েছেন। ৮৯  বলে ৯ চারে ৯৩ রানের ইনিংস খেলা শেষে সাকিবের প্রোফাইল ২২৮ ম্যাচে ৩৮ গড়ে ৭০৬৯ রান ও ৩০০ উইকেট নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর