সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। ২০১৮ সালের ডিসেম্বরে এই মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে টাইগাররা। এরপর এই মাঠে জিম্বাবুয়েকে তিনটি ওয়ানডে ম্যাচে হারায় বাংলাদেশ। গতকাল আয়াল্যান্ডকে হারায়।