বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কাবাডি চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাশেদুর রহমান

কাবাডি চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি : রোহেত রাজীব

রেইডটা শেষ করেই উল্টো ডিগবাজি খেয়ে উল্লাসে মেতে উঠলেন তুহিন তরফদার। বেজে উঠল রেফারির বাঁশি। শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনাল। ৪৮-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। ট্রফি নিশ্চিত হতেই লাল-সবুজের পতাকা উড়িয়ে আনন্দ মিছিল শুরু করলেন তুহিন তরফদাররা। উৎসবে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরাও। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্ব্ অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয় কাবাডি দলকে।’ ২০২১ সালে পাঁচ দেশ, গত বছর আট দেশ এবং এবার ১২ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ধীরে ধীরে বড় হচ্ছে টুর্নামেন্টের আকার। এক দিন নিজস্ব কমপ্লেক্সে কাবাডির এই টুর্নামেন্ট আয়োজন হবে। কেরানীগঞ্জে গড়ে উঠবে কাবাডি কমপ্লেক্স।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট সফলভাবে শেষ করে এবার বিশ্বকাপ আয়োজনেও সফল হবে বলে আশা করেন কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। তিনি বলেন, ‘বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আমাদের দিলে আমরা চেষ্টা করব।’ কাবাডির সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান ফেডারেশনের মধ্যে পূর্ণ শৃঙ্খলা ধরে রেখে সাফল্যের পথে ছুটে চলার কথা বললেন। অধিনায়ক তুহিন তরফদার চ্যাম্পিয়ন হওয়ার পর ফেডারেশনের কর্মকর্তাদের ভূয়সী প্রসংশা করেছেন। তার মতে, বর্তমানে কাবাডিতে ভালো করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর