বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাফে বাংলাদেশের সামনে রাশিয়া

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে ঢাকায় এসেছিল রাশিয়ার বিখ্যাত মস্কো ডায়নামো। বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল তারা। কাজী সালাউদ্দিনরা গোলের বন্যায় ভেসে যান। ৪৯ বছর পর সালাউদ্দিন বাফুফের সভাপতি থাকা অবস্থায় রাশিয়ার ফুটবল দল ঢাকায় এলো। তবে পুরুষ নয়, নারী দল। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়শিপে রুশ কিশোরীরা। প্রশ্ন উঠতে পারে, ইউরোপের দেশ সাউথ এশিয়ান ফুটবলে কেন? মূলত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের কারণে রাশিয়ার অংশগ্রহণ। তারা চাচ্ছে টুর্নামেন্টের আকর্ষণ বাড়ুক। পুরুষ সিনিয়র সাফ ফুটবলেও এমনটি হতে পারে। বাংলাদেশ ও ভারত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও রাশিয়া আজই প্রথম মাঠে নামছে। শুরুতেই তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোয়া ৫টায় ম্যাচটি শুরু হবে। ভুটানকে ৮-১ গোলে হারালেও আজ কী করবে রুমা আক্তারের দলটি? প্রতিপক্ষ রাশিয়া বলেই অনেকে ধরে নিয়েছেন বাংলাদেশের হারটা সময়ের ব্যাপার। তবে অধিনায়ক রুমা তা মানছেন না।

তিনি বলেন, ‘বয়সভিত্তিক দলের বিষয় আলাদা। এখানে জিতবই বলে কোনো শব্দ নেই। আমরা সেরাটা দিয়েই খেলব।’

সর্বশেষ খবর