বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আফিফ-সোহান বাদ টি-২০তে নতুন মুখ রিশাদ-জাকের

ক্রীড়া প্রতিবেদক

আফিফ-সোহান বাদ টি-২০তে নতুন মুখ রিশাদ-জাকের

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কয়েক দিন আগে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে সাকিব আল হাসানরা আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন। ২৭, ২৯ ও ৩১ মার্চ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী। দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন, ডান হাতি পেসার রেজাউর রহমান, উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাফল্য পাওয়ার পরও দলে একাধিক পরিবর্তনের ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা খুব সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য এটা একটা মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে সুযোগ দিচ্ছি। সেজন্যই আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি, তার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

 

টি-২০ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

 

 

সর্বশেষ খবর