বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আলাউদ্দিনের হ্যাটট্রিক মোহামেডানকে পাত্তাই দিল না আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

প্রতিভাবান অলরাউন্ডারের তালিকায় ছিলেন। কিন্তু চাপ সামাল দিতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি আলাউদ্দিন বাবু। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করছেন। গতকাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন আলাউদ্দিন বাবু। গাজী ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন। তার হ্যাটট্রিকের ম্যাচে ১১ রনের শ্বাসরুদ্ধকর জয় পায় রূপগঞ্জ। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৯৩ বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে আবাহনী। মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ১২১ রানে হারিয়েছে আরেক নবাগত ঢাকা লিওপার্ডসকে।

মিরপুরে প্রথম ব্যাটিংয়ে মোহামেডানের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৩৫ রান। অথচ সাদাকালো শিবিরের দুই ওপেনার ইমরুল কায়েশ ও মাহাবুবুল ইসলাম অঙ্কন ১৩৭ রানের ভিত দেন ২৮.৩ ওভারে। ইমরুল ৬৮ রান করেন ৯৬ বলে এবং অঙ্কন ৭০ রান করেন ৮৫ রানে। আবাহনী ৩৪.৩ ওভারে টপকে যায় জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ নাইমের অপরাজিত ১১০ রানে ভর করে। নাঈম ইনিংসটি খেলেন ৮৬ বলে ১১ চার ও ৪ ছক্কায়। বিকেএসপি-৩ নম্বর মাঠে মার্শাল আইয়ুবের ১০০ রানে ভর করে অগ্রণী ব্যাংক ৮ উইকেটে ২৫৮ রান করে। জবাবে বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানির ঘূর্ণিতে ১৩৭ রানে গুটিয়ে যায় লিওপার্ডস।

 

সর্বশেষ খবর