মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

‘বুড়ো’ মাশরাফির ভেলকি

ক্রীড়া প্রতিবেদক

‘বুড়ো’ মাশরাফির ভেলকি

বয়স ৪০ ছুঁই ছুঁই। মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগে। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। চলতি প্রিমিয়ার ক্রিকেটে খেলছেন লিজেন্ড অব রূপগঞ্জের পক্ষে। গতকাল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন। মোহামেডানের বিপক্ষে মাশরাফির রেকর্ডগড়া স্পেল ৮.৪-৩-১৭-৫। টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি রেকর্ডটি গড়েছেন ৩৯ বছর ১৭৩ দিনে। আগের রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের। অফ স্পিনার আশরাফুলের রেকর্র্ড ছিল ৩৭ বছর ২৫৮ দিনে। বিকেএসপি-৩ নম্বর মাঠে মাশরাফির রেকর্ড গড়া দিনে লিজেন্ড অব রূপগঞ্জ ১০ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। রূপগঞ্জের এটা টানা পঞ্চম জয়। মোহামেডানের ৫ ম্যাচে চতুর্থ হার। লিগে টানা পঞ্চম জয় পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। বিকেএসপি-৪ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ৫ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে রবি তেজার সেঞ্চুরিতে (১০২) গাজী ক্রিকেটার্স ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। গাজীর এটা ৫ ম্যাচে দ্বিতীয় জয় এবং প্রাইমের প্রথম ম্যাচে প্রথম হার।

বিকেএসপি-৩ মাঠে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে তারকাসমৃদ্ধ মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়। দলটির পক্ষে দুই অঙ্কের রান করেছেন মাত্র দুজন অধিনায়ক ইমরুল কায়েশ ও সৌম্য সরকার। ইমরুল ১১ রান করেন ৩২ বল সৌম্য ৪১ রান করেন ৩২ বলে ৮ চারে। মাহমুদুল্লাহ ২, আরিফুল হক ৪, শুভাগত ৩ রান করেন। মাশরাফি তার অল্প রান স্টেপে ৮.৪-৩-১৭-৫ রান নিয়ে গুঁড়িয়ে দেন মোহামেডানের ব্যাটিং লাইন আপ। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সবচেয়ে বয়সী বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর