সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আয়ারল্যান্ড সফরে নেই তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ড সফরে নেই তাসকিন

২০২০ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে সিরিজ দুটি স্থগিত হয়। তিন বছর আগের সিরিজ এবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়। ওয়ানডে ও টি-২০ সিরিজ দুটির সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলে। সফরে একটি মাত্র টি-২০ ম্যাচ জিতে ঢাকা ছেড়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ ২-০ ব্যবধানে ওয়ানডে, ২-১ ব্যবধানে টি-২০ ও ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে। দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কায়। বাংলাদেশ আগামী মে মাসে আইসিসি সুপার লিগের খেলা খেলতে বাংলাদেশ ৯ মে ইংল্যান্ড যাবে। সেখানে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে তামিম বাহিনী। সফরের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ-হাতি সুইং বোলার কাম অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। ইনজুরির জন্য বাদ পড়েছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের জন্য তাসকিন আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে পারেননি। তবে টেস্টটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

সর্বশেষ খবর