ন্যু ক্যাম্পে বার্সেলোনার সমর্থকরা এমন এক পরিবেশ তৈরি করেছেন, মেসিকে দলে নিতে যেন বাধ্য হন ক্লাব কর্তারা। পর পর দুই ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনার ম্যাচকে মেসিময় করে দিলেন সমর্থকরা। ম্যাচের দশম মিনিটে অদৃশ্য মেসিকে ফিরিয়ে আনলেন তারা ন্যু ক্যাম্পে। মেসির ১০ নম্বর জার্সিকে কেন্দ্র করেই পর পর দুই ম্যাচে ম্যাচের দশম মিনিটে এমন উৎসব করলেন বার্সা সমর্থকরা। মেসির নামে জয়ধ্বনি দিলেন তারা। প্লাকার্ড, পতাকা, ফেস্টুন তুলে ধরার পাশাপাশি মুখে-বুকে মেসিকে ধারণ করলেন তারা। উদ্দেশ্য পরিষ্কার, প্রিয় তারকা ফিরে আসুক তার আপন ঠিকানায়।
মেসিময় এমন ম্যাচে বার্সেলোনা অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না। সোমবার লা লিগার ম্যাচে শহুরে প্রতিপক্ষ জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। অবশ্য দুই পয়েন্ট হারিয়েও খুব একটা অসুবিধায় নেই জাভি হার্নান্দেজের দল। ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে তারা। ২৮ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। দুই দলের হাতেই ম্যাচ বাকি ১০টি করে। বার্সেলোনা সামনের ছয় ম্যাচ জিতলেই লা লিগার শিরোপা নিশ্চিত হবে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচে পয়েন্ট হারালে বার্সেলোনা আরও কম জয় নিয়েই লিগ শিরোপা ঘরে তুলতে পারে।
সোমবারের ম্যাচের পর বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মেসির সমর্থকদের আকাক্সক্ষা নিয়ে বলেছেন, ‘লিওর (মেসি) নাম অবশ্যই রোমাঞ্চ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা (সমর্থকরা) লিওর নামে গান ধরছে। তবে দেখা যাক, এর ফলে মেসির ফেরা হয় কি না।’