বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

৬৯ বছর পর মিলল ফুটবলের অ্যাশেজ

৬৯ বছর পর মিলল ফুটবলের অ্যাশেজ

প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। সেই বন্ধুত্বকে স্মরণ করে ১৯২৩ সালে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেই ম্যাচের পর দুই দলের অধিনায়ক একসঙ্গে ধূমপান করেছিলেন। সেই সিগারেটের ছাই রুপালি রঙের এক বক্সে ভরে সংক্ষরণ করা হয়। ১৯৫৪ সাল পর্যন্ত এই ছাই সংরক্ষিত থাকলেও পরবর্তীতে তা খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ৬৯ বছর পর ফুটবলের এই অ্যাশেজ খুঁজে পাওয়া গেছে।

সর্বশেষ খবর