শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাফুফের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন আতাউর ও মহিউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন আতাউর ও মহিউদ্দিন

কাজ এখনো শুরু হয়নি। অথচ এরই মধ্যে কমিটি থেকে সরে দাঁড়ালেন দুই সদস্য। এ তালিকা আরও লম্বা হওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক অনিয়ম করায় ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। শুধু তাই নয়, বাফুফে তাঁকে আজীবন নিষিদ্ধও করে। নিজেদের তদন্ত খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নির্বাহী কমিটির জরুরি সভায়। এ কমিটি গঠন হওয়ার পরই শোনা যাচ্ছিল কারও কারও পদত্যাগের কথা। শেষ পর্যন্ত তাই সত্যি হলো। কমিটির কাজ শুরুর আগেই পদত্যাগ করেছেন দুই সদস্য। দুজনই আবার বাফুফের সহসভাপতি। একজন আতাউর রহমান ভূঁইয়া মানিক, আরেকজন মহিউদ্দিন আহমেদ মহি। মহি গতকাল আর আতাউর রহমান সরে দাঁড়ান ২৪ এপ্রিল। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তা স্বীকার করেছেন। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। মহিউদ্দিন জানান, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। কেন দিয়েছি তা ২ মে  সভায় জানাব’।

সর্বশেষ খবর