বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গল টেস্টে তিন দিনে ৪ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে। সফরকারীদের ৪৯২ রানের জবাবে ১ উইকেটে ৩৫৭ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরি করেছেন নিশান মাদুশাকা ও দিমুথ করুণারত্নে। আজ টেস্টের চতুর্থ দিন ১৩৫ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে স্বাগতিকরা। ২ টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট আড়াই দিনেই জিতে নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় আইরিশরা। প্রথম দিন নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন এন্ডি বালবার্নি। সাজঘরে ফেরেন ৯৫ রানে। সেঞ্চুরি করেন পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্পার। স্টার্লিং ১০৩ রান করেন ১৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায়। ক্যাম্পার ১১১ রান করেন ২২৯ বলে ১৫ চার ও ২ ছক্কায়। এ ছাড়া লরকান টাকার খেলেন ৮০ রানের ইনিংস। প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতে জ্বলে ওঠেন স্বাগতিক বাঁ-হাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া। টানা দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেন তিনি। ৭ টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। গতকাল দুই স্বাগতিক ওপেনার নিশান মাদুশাকা ও অধিনায়ক দিমুথ করুণারতেœ উদ্বোধনী জুটিতে যোগ করেন ২২৮ রান। করুণারতেœ ১৩৩ বলে ১৫ চারে সাজানো ১১৫ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। মাদুশাকা অপরাজিত রয়েছেন ১৪৯ রানে। ২৩৪ বলের ইনিংসটিতে রয়েছে ১৮ চার ও ১ ছক্কা। এ ছাড়া কুশল মেন্ডিস ব্যাটিং করছেন ৮৩ রানে।

সর্বশেষ খবর