শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সোমবার রাতে ঢাকা ছাড়ছেন তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের আবহাওয়ায় বল সুইং করে। উইকেটগুলোয় বাড়তি বাউন্স থাকে। পেসাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। চন্ডিকা হাতুরাসিংহে দলের অনুশীলনের জন্য এসব বিবেচনায় বেছে নিয়েছেন সিলেটকে। সেখানকার উইকেটগুলো একটু বেশিই হার্ড ও বাউন্সি। তামিম বাহিনী মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে সিলেটে। ৩ ম্যাচের দুটিতে জিতেছে এবং একটি ভেসেছে বৃষ্টিতে। রেকর্ড বন্যায় ভেসে যাওয়া সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল টাইগার ক্রিকেটারদের। ম্যাচগুলো দেখেই টাইগার কোচ স্থির করেছেন, সিলেটের উইকেটে অনুশীলন দলকে এগিয়ে নেবে অনেক দূর। সিলেটে আজ শেষ অনুশীলন। এরপর ১ মে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়বেন তামিমরা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি খেলতেই ইংল্যান্ড যাচ্ছে টাইগাররা। সিরিজ শেষে দেশে ফিরবে ১৫ মে। আয়ারল্যান্ড বাদ দিয়ে চেমসফোর্ডে ওয়ানডে সিরিজ আয়োজন একটু বিস্ময়কর! এ সময়টা আয়ারল্যান্ডে সামার। বৃষ্টি হয় দিনভর। ম্যাচগুলো যাতে বৃষ্টিতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে চেমসফোর্ডে। এর আগে আয়ারল্যান্ডের ডাবলিন ও বেলফাস্টের ম্যাচগুলো বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে। ম্যাচ তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের জন্য। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে হবে টাইগারদের। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের ৩ ম্যাচের সবগুলোয় আবার হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তখন রানরেটের মারপ্যাঁচে আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। অবশ্য পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে বিস্তর। ১৩ ম্যাচের ৯টিতে জিতেছে এবং হার সাকল্যে মাত্র ২টি। ২টি ভেসে গেছে বৃষ্টিতে। দুই দল প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালের বিশ্বকাপের সুপার এইটে। ব্রিজটাউনের ম্যাচটি আইরিশরা জিতেছিল ৭৪ রানে।

সর্বশেষ খবর