রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ব্যাটারদের পরিকল্পনা হবে স্বচ্ছ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটারদের পরিকল্পনা হবে স্বচ্ছ

তামিম ইকবালরা গতকাল তিন দিনের শেষ অনুশীলন করেছেন সিলেটে। ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচন্ড গরমেও মুশফিকুর রহিম চার-ছক্কার বাড়তি অনুশীলন করেছেন নেট বোলারদের নিয়ে। মাঠের এক পাশে উইকেটে লং শট খেলার সময় মুশফিকের একটি বল আঘাত হানে তৌহিদ হৃদয়ের প্যাডে। আঘাত কতটা মারাত্মক সেটা জানতে অনুশীলন বন্ধ করে মুশফিক ছুটে যান। আঘাত গুরুতর নয়, হৃদয় নিশ্চিত করার পর ফের অনুশীলনে ফেরেন মুশফিক। সে সময় মিডিয়ার মুখোমুখিতে কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সাদা পোশাক, রঙিন পোশাক, লাল বল, সাদা বলে আমূল পাল্টে গেছে ক্রিকেট। দলগুলো এখন অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলছে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের মেজাজটাই পাল্টে দিয়েছে। আক্রমণাত্মক ক্রিকেটে নাম লেখানোর ইঙ্গিত রেখেছে বাংলাদেশও। ক্রিকেটারদের মানসিকতায় ব্যাপক পরিবর্তন আনতে চাইছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। টাইগার কোচ চাইছেন বলের মেরিট অনুযায়ী ক্রিকেটাররা আক্রমণাত্মক ভঙ্গিতে ক্রিকেট খেলুক। এজন্য তিনি ক্রিকেটারদের মাঠে প্রয়োজনীয় স্বাধীনতা দিতে প্রস্তুত। তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা পেতে তাদেরকে তাদের মতো খেলার স্বাধীনতা দিতে হবে, ‘আমরা ছেলেদের এ স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’ গতকাল সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের তিন দিনের অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে এমনটাই জানিয়েছেন।

অ্যাপ্রোচ থাকতে হবে সব সময় ইতিবাচক। এর মানে এই নয়, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। ক্রিকেটারদের আমি বলি ইতিবাচক মানসিকতা মানে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং কর। ব্যাটারদের পরিকল্পনা হবে স্বচ্ছ।  -চন্ডিকা হাতুরাসিংহে

অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। স্বাগতিক ভারতসহ সাত দল নিশ্চিত করেছে বিশ্বকাপ। একটি দল বাকি সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করতে। সে লড়াইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। যদি সরাসরি বিশ্বকাপ খেলতে হয় আইরিশদের, তাহলে ৩-০ ব্যবধানে হারাতে হবে তামিম বাহিনীকে। পরিসংখ্যানের হিসাবে যা কঠিন। ইউরোপীয় দলটির বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানে মে মাসে তাপমাত্রা থাকবে ১৫-২০ ডিগ্রি সেলসিয়াস। অথচ বাংলাদেশে তাপমাত্রা এখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ইংলিশ আবহাওয়ার সঙ্গে মানানসই না হলেও সিলেটের উইকেটের আচরণের সঙ্গে চেমসফোর্ডের উইকেটে আচরণের মিল খুঁজে পেয়েছেন। সেজন্যই তিনি তামিম বাহিনীর অনুশীলনের জন্য বেছে নিয়েছেন সিলেটকে। তিনি দিনের অনুশীলন শেষ হয়েছে গতকাল। অনুশীলন শেষে সন্তুষ্টি ঝরেছে টাইগার কোচের কণ্ঠে, ‘আমরা কন্ডিশন নিয়ে খুবই খুশি। আমরা যেমন চেয়েছি, কিউরেটর ও মাঠকর্মীরা তেমন কন্ডিশন তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন। আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আপনি দেখতে পারেন ছেলেদের এনার্জি। ইন্টেনসিটি খুব ভালো ছিল, আমি এটাতে খুশি।’

মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে। প্রথম ওয়ানডে ১৮৪ রানে এবং শেষ ওয়ানডে ১০ উইকেটে জিতেছে টাইগাররা। যে কোনো দলের বিপক্ষে যা রান ও উইকেটের ব্যবধানে সর্বোচ্চ। চেমসফোর্ডে ক্রিকেটাররা যেন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন, এজন্য টাইগার কোচ চাইছেন ব্যাটাররা যেন পরিকল্পনা অনুয়ায়ী ক্রিকেট খেলে, ‘ব্যাটাররা যে পজিশনে ব্যাটিং করবে, সে অনুযায়ী খেলতে হবে। ওপেনারদের প্রথম ১০ ওভার ব্যাট করতে হবে ফিল্ড রেস্ট্রিকশনের কথা মাথায় রেখে। মাঝে আবার ভিন্ন ভিন্ন পরিকল্পনায় খেলতে হবে।’ এজন্য তিনি মাঠে স্বাধীনতা দিতে চাইছেন ক্রিকেটারদের। আক্রমণাত্মক মেজাজে কোনো পরিবর্তন আনার পক্ষে নন টাইগার কোচ, ‘অ্যাপ্রোচ থাকতে হবে সব সময় ইতিবাচক। এর মানে এই নয়, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। ক্রিকেটারদের আমি বলি ইতিবাচক মানসিকতা মানে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং কর। ব্যাটারদের পরিকল্পনা হবে স্বচ্ছ।’

আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে আগামীকাল সোমবার মধ্যরাত ১টায় ইংল্যান্ডের চেমসফোর্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে আইপিএলের মাঝপথে দেশে চলে আসা লিটন দাস দলের সঙ্গে উড়াল দেবেন।

 

সর্বশেষ খবর