রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কে হবেন ম্যানইউর নতুন মালিক?

ক্রীড়া ডেস্ক

কে হবেন ম্যানইউর নতুন মালিক?

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা বদল হতে যাচ্ছে। শুক্রবার ছিল ক্লাবের মালিকানা কেনার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কাতারি ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি এবং ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র‌্যাটক্লিফ দরপত্র জমা দিয়েছেন। ব্রিটিশ মিডিয়ার খবর, ক্লাবের মালিকানার জন্য পাঁচ বিলিয়ন পাউন্ড দাম হাঁকিয়েছেন কাতারি ব্যবসায়ী। দুই পক্ষের কে ক্লাবের মালিকানা পাবেন তা এখনই বলার উপায় নেই। তবে আরব ব্যবসায়ীদের ইউরোপিয়ান ফুটবল ক্লাবের দিকে বেশ আগ্রহ। পিএসজি এবং ম্যানসিটির মতো ক্লাবের মালিকানা তাদেরই। এবার কি ম্যানচেস্টার ইউনাইটেডও আরবদেরই হতে যাচ্ছে! ক্লাবের বোর্ড মিটিং হলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বর্তমানে ম্যানইউ গ্ল্যাজার পরিবারের হাতে আছে। ২০০৩ সালে ম্যানইউর মালিকানা কিনতে শুরু করে এ পরিবার। ২০০৫ সালের মধ্যে ক্লাবের শতভাগ মালিকানা কিনে নেয় গ্ল্যাজার পরিবার। এরপর তারা ক্লাবকে পাবলিক কোম্পানির পরিবর্তে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত করে। এবার গ্ল্যাজার পরিবারের কাছ থেকে ম্যানইউর মালিকানা কে পেতে যাচ্ছেন!

সর্বশেষ খবর